¡Sorpréndeme!

Indian Railway: পূর্বাঞ্চলে আগ্রহ নেই বেসরকারি সংস্থার, দাবি পূর্ব রেলের, Bangla News

2022-06-20 58 Dailymotion

বেসরকারি সংস্থাকে দিয়ে ট্রেন (Train) চালানোর প্রকল্প, ভারত গৌরবে আগ্রহ নেই পূর্বাঞ্চলে। পূর্ব রেল (Eastern Rail) সূত্রে এমনই দাবি করা হচ্ছে। কিন্তু কেন এমন পরিস্থিতি হল, তার খোঁজ চালাচ্ছেন রেল কর্তারা। পূর্ব রেল সূত্রে খবর, ভারত গৌরব প্রকল্পে পূর্বাঞ্চলে ট্রেন চালাতে আগ্রহী নয় কোনও বেসরকারি সংস্থাই। এখনও পর্যন্ত কোনও সংস্থা দরপত্র (Tender) জমা দেয়নি।