¡Sorpréndeme!

Suvendu on Mamata : আমি ছিলাম বলে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন : শুভেন্দু

2022-06-20 2,367 Dailymotion

"আমি ছিলাম বলে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ওঁকে সিঙ্গুর থেকে তুলে সেকেন্ড ব্রিজে ছেড়ে দিয়ে গিয়েছিলাম। কাঁদতে কাঁদতে গাঁধী মূর্তির নীচে বসেছিলেন। ওখানে ছুটে গিয়েছিলেন বিজেপি নেতারা। রাজনাথ সিংরা।" মমতা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী।