কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূলের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ১৩১ নম্বর বুথের সভাপতি দুলাল বর্মন। পরিবারের অভিযোগ, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তৃণমূল নেতা। আজ সকালে বাড়ির কাছেই মাঠ থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। আক্রান্ত তৃণমূল নেতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক আক্রোশ ? হামলার কারণ খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।