¡Sorpréndeme!

Target Killing: জম্মু কাশ্মীরে ফের টার্গেট কিলিং। পুলওয়ামায় পুলিশ অফিসারকে বাড়ি লাগোয়া চাষের জমি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করল জঙ্গিরা। Bangla News

2022-06-18 93 Dailymotion

জম্মু কাশ্মীরে ফের টার্গেট কিলিং। পুলওয়ামায় পুলিশ অফিসারকে বাড়ি লাগোয়া চাষের জমি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করল জঙ্গিরা। নিহত সাব ইন্সপেক্টর ফারুখ আহমেদ মির। গতকাল বিকেলে পুলওয়ামার পাম্পোরের সাম্বুরা এলাকায় বাড়ি লাগোয়া কৃষি জমিতে কাজ করছিলেন ওই এসআই। সেইসময় তাঁকে তুলে নিয়ে গিয়ে খুন করে। নিহত পুলিশ অফিসার জম্মু কাশ্মীর পুলিশের IRP ২৩ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।