¡Sorpréndeme!

Agneepath Update: সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। Bangla News

2022-06-17 342 Dailymotion

সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি।  বিহার, উত্তরপ্রদেশ, তেলঙ্গনায়া ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এছাড়াও অবরোধ, গন্ডগোল হয়েছে হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে। মধ্যপ্রদেশের ইন্দৌরে অবরোধ হয়েছে ট্রেন। বাংলার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ট্রেন অবরোধ হয়। হরিয়ানায় বিক্ষোভ ঠেকাতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন।  বিহারের আরা সহ বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। আরার কুলহরিয়া স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ হয়।  এর জেরে আরা স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন।  বেগুসরাই স্টেশনেও বিক্ষোভ হয়।  বিক্ষোভ হয়েছে বক্সারের দুমরা স্টেশনে। সেখানে লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়।  ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে আপাতত নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে।