¡Sorpréndeme!

Ananda Sakal (1): অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় একের পর এক ট্রেনে আগুন, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন

2022-06-17 122 Dailymotion

সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। আজ বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন। রেল সূত্রে খবর, ২টি বগি আগুনে পুড়ে গেছে। তবে এখনও হতাহতের কোনও খবর নেই।  তবে এইভাবে পরের পর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।