¡Sorpréndeme!

WB Corona Update: লাফিয়ে বাড়ছে সংক্রমণ, করোনা পরীক্ষা নিয়ে নতুন বিধি রাজ্যের

2022-06-16 105 Dailymotion

রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত (Covid Affected) ১৯৮ জন। সংক্রমণের হার ২.২৬ শতাংশ। করোনা পরীক্ষা নিয়ে নতুন বিধি রাজ্যের। করোনা সংক্রমণ (Covid19) নিয়ে ১৩ জুন বৈঠক করে বিশেষজ্ঞ কমিটি। ‘জ্বর নিয়ে যারা হাসপাতালে ভর্তি হবে তাদের করাতেই হবে করোনা পরীক্ষা (Covid Test)। হাসপাতালে সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হলে করোনা পরীক্ষা জরুরি। অক্সিজেনের মাত্রা ৯৪ এর নিচে থাকলে, জরুরি করোনা পরীক্ষা। গলা, নাক, শ্বাসযন্ত্রের অপারেশনের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।’ করোনা পরীক্ষা (Corona) নিয়ে নতুন বিধি রাজ্যের।