¡Sorpréndeme!

Bihar News: সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ বিহার

2022-06-16 387 Dailymotion

সেনাবাহিনীর (Army) অগ্নিপথ নিয়োগ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ বিহার (Bihar)। ছাপরায় (Chhapra) পাথর ছুড়ে ট্রেন থামিয়ে আগুন। বাস ভাঙচুরও করা হয়। বক্সারের দুমরাও স্টেশনেও সুবিধা এক্সপ্রেসের এসি কামরার জানলার কাচ ভেঙে স্টেশনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। জেহানাবাদে পাথরবৃষ্টি, রেললাইন অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ট্রেন আটকায় বিক্ষোভকারীরা। বিক্ষোভ-অবরোধের জেরে ৮৩ ও ১১০ নম্বর জাতীয় সড়কে গাড়ির লাইন। তীব্র যানজট। অশান্তি ছড়িয়েছে আরা, নওয়াদা, মুঙ্গের-সহ বিহারের আরও কয়েকটি শহরে।