¡Sorpréndeme!

BJP : ৭ বিজেপি বিধায়কদের উপর সাসপেনশন উঠল, খবর বিধানসভা সূত্রে

2022-06-16 38 Dailymotion

৭ বিজেপি বিধায়কদের উপর সাসপেনশন উঠল, খবর বিধানসভা সূত্রে। প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিধানসভায় আগে মোশন জমা দেয় বিজেপি। হাইকোর্টের নির্দেশ মতো অধ্যক্ষের কাছে মোশন জমা দেন অগ্নিমিত্রারা। এরপর বিএ কমিটির বৈঠকে সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন সদস্যরা, খবর সূত্রের।