পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তবের আঁচ পড়েছে হাওড়ার ধূলাগড়েও। অশান্তির কারণে সেখানে এখনও বন্ধ বাজার, দোকানপাট। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পুলিশ নিরাপত্তা না দিলে তাঁরা দোকান খুলবেন না। ব্যবসায়ীদের দাবি, একটি দোকানের চালে তাজা বোমা পড়ে রয়েছে। এখনও তা সরায়নি প্রশাসন।