¡Sorpréndeme!

Katwa : কাটোয়ার আখড়া গ্রামের আচার্য পরিবারে নাকি ব্রহ্মদৈত্যের উৎপাত !

2022-06-12 3 Dailymotion

কাটোয়ার আখড়া গ্রামের আচার্য পরিবারে নাকি ব্রহ্মদৈত্যের উৎপাত ! সদস্যদের দাবি, বাড়ির উঠোনে থাকা নিমগাছ কাটার চেষ্টা করাতেই নাকি অশরীরীর রোষে পড়েছে পরিবার। যদিও এবিপি আনন্দের প্রতিনিধির চোখে ধরা পড়ল না কোনও অস্বাভাবিক ঘটনা। শত্রুতার কারণে বাইরে থেকে কেউ এমনটা করছে, ভৌতিক দাবি উড়িয়ে অনুমান বিজ্ঞান মঞ্চের।