¡Sorpréndeme!

Delhi Fire: দিল্লির করোলবাগে জুতোর মার্কেটে ভয়াবহ আগুন

2022-06-12 185 Dailymotion

দিল্লির (Delhi) করোলবাগে (Karol Bagh) জুতোর মার্কেটে ভয়াবহ আগুন (Fire)। আজ ভোর সোয়া ৪টে নাগাদ করোলবাগের (Karol Bagh)  গফ্ফর মার্কেটে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ৩৯টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভিতরে কেউ আটকে নেই বলে দমকল সূত্রে খবর। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।