¡Sorpréndeme!

Howrah CP Transfer: অশান্তির জের, সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে

2022-06-11 1 Dailymotion

হাওড়ায় (Howrah) পরপর অশান্তির জের। সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে (Police Commissioner)। সরিয়ে দেওয়া হল সি সুধাকরকে। সি সুধাকরকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ কুমার ত্রিপাঠী। সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন স্বাতী ভাঙ্গালিয়া। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়।