¡Sorpréndeme!

Bhowanipore Twin Murder: ভবানীপুরের দম্পতি খুনের ঘটনায় পঞ্চম গ্রেফতার, এখনও অধরা মূল চক্রী

2022-06-11 73 Dailymotion

ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় পঞ্চম গ্রেফতার। তবে মূল চক্রী এখনও অধরা। পুলিশ সূত্রে দাবি, সন্তোষ ওরফে রাহুল নামে ওই দুষ্কৃতীকে খুনের আগের দিন ডাকা হয়। ওড়িশা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে উত্তরপ্রদেশের মথুরা থেকে গ্রেফতার করা হয় বিশাল বর্মন নামে আরেক দুষ্কৃতীকে। পুলিশের দাবি, ভবানীপুরে ব্যবসায়ী অশোক শা ও তাঁর স্ত্রী রশ্মিতাকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল। পরে ট্রেনে চড়ে পালায় উত্তরপ্রদেশে।