ফের \'গরিবের মসিহা\' অবতারে সোনু সুদ। এবার বিহারের এক ছোট্ট শিশুকে যেন নতুন জীবন দান করলেন বলিউড অভিনেতা। বিহারের চৌমুখী কুমারের অতিরিক্ত চার হাত, পা নিয়ে জন্মায়। যার খোঁজ পেয়ে চৌমুখী কুমারীর সাহায্যে এগিয়ে আসেন সোনু সুদ।