¡Sorpréndeme!

Bhowanipore Twin Murder: ‘লেনদেন নিয়ে ঝামেলার জেরে খুন’ ভবানীপুর জোড়া খুন কাণ্ডে জানালেন পুলিশ কমিশনার

2022-06-09 1 Dailymotion

ভবানীপুর জোড়া খুনকাণ্ডে ইতিমধ্যেই ৩ জন গ্রেফতার। এদিন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, “দূর সম্পর্কের এক আত্মীয়কে টাকা ধার দিয়েছিলেন অশোক শাহ। লেনদেন নিয়ে ঝামেলার জেরে খুন। আগে থেকে পরিকল্পনা করে খুন। যেকোনও কারণেই হোক মাস্টারমাইন্ডের প্রবল ঘৃণা ছিল দম্পতির প্রতি। মূল চক্রী এখনও ফেরার।’’