SSC Scam: নিয়োগে দুর্নীতি সংক্রান্ত আরও এক মামলায় CBI’এর হাতে নথি তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
2022-06-09 42 Dailymotion
SSC’র নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত আরও একটি মামলায়, CBI’এর হাতে সমস্ত নথি তুলে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এই মামলায় অভিযোগ, মেধা তালিকায় ২০০ নম্বরে থাকা প্রার্থীকে চাকরি না দিয়ে, ২৭৫ নম্বরে থাকা সিদ্দিক গাজিকে চাকরি দেওয়া হয়েছে।