¡Sorpréndeme!

Bhowanipore: ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে হাড়হিম করা জোড়া খুনের ঘটনায় সিসি ক্যামেরাই এখন মূল হাতিয়ার পুলিশের কাছে। Bangla News

2022-06-07 55 Dailymotion

ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে হাড়হিম করা জোড়া খুনের ঘটনায় সিসি ক্যামেরাই এখন মূল হাতিয়ার পুলিশের কাছে। কিন্তু শেয়ার মার্কেট ব্যবসায়ী অশোক শা-র বাড়ির সামনে তিনটি সিসি ক্যামেরাই বিকল হয়ে পড়ে আছে। তাই রাস্তায় লাগানো পুলিশের ক্যামেরার ফুটেজেই নজর তদন্তকারীদের। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর মোবাইল ফোনের কললিস্ট। খুনের আগে ব্যবসায়ীর কাছে কার কার ফোন এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ