¡Sorpréndeme!

Jawan Death: গুয়াহাটিতে বাইক দুর্ঘটনা, মৃত্যু অশোকনগরের বাসিন্দা এক জওয়ানের

2022-06-05 39 Dailymotion

অশোকনগর: উত্তর ২৪ পরগনার অশোকনগরে শোকের ছায়া। ডিউটিতে যাওয়ার পথে অসমের গুয়াহাটিতে বন্যাবিধ্বস্ত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল সেনা জওয়ানের। আদতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা নারায়ণ চন্দ্র নামে ওই জওয়ান ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন। পোস্টিং ছিল গুয়াহাটিতে। পরিবার সূত্রে খবর, আগামী শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল ওই জওয়ানের। গতকাল দুপুর আড়াইটে নাগাদ স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। এরপরই বন্যাবিধ্বস্ত রাস্তায় চাকা পিছলে বাইক থেকে পড়ে মৃত্যু হয় বাঙালি জওয়ানের। এলাকায় শোকের ছায়া।