গাজিয়াবাদে মাঙ্কি পক্স সন্দেহে ৫ বছরের বালিকার নমুনা সংগ্রহ। মাঙ্কি পক্সের মতো একাধিক উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ। মাঙ্কি পক্স সন্দেহে বালিকাকে আইসোলেশনে রাখা হয়েছে। ‘ওই বালিকার বিদেশে যাওয়ার কোনও রেকর্ড নেই’। জানিয়েছেন গাজিয়াবাদ জেলা স্বাস্থ্য আধিকারিক