¡Sorpréndeme!

Bandel Train Cancel: অপেক্ষা করতে হচ্ছে প্রায় ৩ ঘন্টা! একমাস ব্যান্ডেল শাখায় একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত

2022-06-04 117 Dailymotion

বকেয়া কাজের জন্য প্রায় একমাস ব্যান্ডেল শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে। তাই আজ থেকে ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় ১০টি EMU লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে ৩টি, ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে EMU বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।