¡Sorpréndeme!

WB Madhyamik Results 2022: রৌনক-সৌনক, মেধাতালিকায় জোড়া সাফল্য বর্ধমান সিএমএসে, উচ্ছ্বসিত প্রধান শিক্ষক

2022-06-03 2 Dailymotion

বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম হয়েছেন। পাশাপাশি ওই স্কুলেরই সৌনক বন্দ্যোপাধ্যায় এবার মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছেন। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন, "শিক্ষকদের সাফল্যে নির্ভর করে ছাত্ররা কতটা সফল হচ্ছে তার উপর।''