¡Sorpréndeme!

WB Madhyamik Results 2022: "আশা করেছিলাম এক থেকে দশের মধ্যে থাকবে,'' প্রতিক্রিয়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দের

2022-06-03 957 Dailymotion

 মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে প্রথম বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব গরাই। কোন পথে এই সাফল্য ? কীভাবে স্কুলে গড়ে তোলা হয় ছাত্রদের, তা জানালেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দ। এর পাশাপাশি অর্ণবকে নিয়ে প্রথম থেকেই তাঁরা আশাবাদী ছিলেন বলে জানান তিনি।