¡Sorpréndeme!

KK Demise: স্পট লাইট অফ করতে বলেছিলেন কেকে, বিশ্রাম নেন ব্যাকস্টেজেও, জানাচ্ছেন সহকারী

2022-06-01 91 Dailymotion

সাধারণ হৃদরোগে সঙ্গীত শিল্পী কে কে’র মৃত্যু হয়নি বলেই মত ময়নাতদন্তকারী চিকিৎসকদের। তাঁদের মতে, অ্যারিদমিয়ার জন্য অজ্ঞান হয়ে যান শিল্পী। এর পর আর তাঁর হৃদযন্ত্র সচল হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় গায়ককে CPR দেওয়া হলে সম্ভবত এই বিপদ এড়ানো যেত।