KK Demise: ৭২ ঘণ্টা পরে আসবে কেকে-র ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট
2022-06-01 18 Dailymotion
সুরের হাত ধরেই সুরলোকে পাড়ি দিলেন কেকে! ময়নাতদন্তের পর কলকাতা থেকে পৌঁছল শিল্পীর মরদেহ। কাল দুপুর ১টায় মুম্বইয়ের ভারসোভা শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য। সকাল সাড়ে ১০টা থেকে মরদেহ শায়িত থাকবে ভারাসোভার পার্ক প্লাজায়।