¡Sorpréndeme!

Srijato on KK: এত অসুবিধা হল যে তাঁকে বাঁচানো গেল না? কলকাতার বাসিন্দা হিসেবে এই আক্ষেপ ভোলার নয়: শ্রীজাত

2022-06-01 153 Dailymotion

গানের সুরে আসমুদ্র হিমাচলের মন জয় করা সঙ্গীতশিল্পী KK, কৃষ্ণকুমার কুন্নথকে গান স্যালুট দিয়ে চিরবিদায় জানাল শোকাতুর তিলোত্তমা। সকাল পৌনে ১১টা নাগাদ সিএমআরআই থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় কেকে-র মরদেহ। সেখানে ময়নাতদন্ত শেষ হওয়ার পরে কেকে-র মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। কান্নায় ভেঙে পড়েন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী। তাঁকে স্বান্তনা দেন মুখ্যমন্ত্রী। এরপর রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে। কাল মুম্বইয়ের ভারসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।