¡Sorpréndeme!

Karan Johar এর জন্মদিনে তারার মেলা, করিনা, সলমন, ঐশ্বর্যদের গ্ল্যামারের ছটা

2022-08-24 1 Dailymotion

এবার ৫০-এ পড়লেন করণ জোহর। করণের পঞ্চাশের জন্মদিনে তারার মেলা বসে। কে না হাজির হন করণ জোহরের জন্মদিনের পার্টিতে। প্রায় গোটা বলিউডকে দেখা যায় জনপ্রিয় পরিচালকের পার্টিতে। দার্জিলিং থেকে ফিরে সইফের হাত ধরে করিনা হাজির হন করণের পার্টিতে। মা নীতু কাপুরের সঙ্গে হাজির হন রণবীর কাপুরও।