¡Sorpréndeme!

_“সন্ধেবেলা নৈশভোজে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী”

2022-05-06 125 Dailymotion

শুক্রবার সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহের নৈশভোজকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
এই সাক্ষাৎপর্ব ঘিরে BCCI প্রেসিডেন্টকে নিয়ে ফের নতুন করে নানা জল্পনা দানা বেঁধেছে রাজনীতির আঙিনায়।
যদিও ফের সেই সব জল্পনায় জল ঢেলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বললেন, ''বহু কথা রটে''।