¡Sorpréndeme!

গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে 'বাদাম কাকু'!

2022-02-28 1 Dailymotion

পথ দুর্ঘটনার কবলে পড়লেন 'কাঁচা বাদাম'খ্যাত ভুবন বাদ্যকর | জানা গিয়েছে, ভুবন বাদ্যকর রবিবার একটি পুরোনো গাড়ি কেনেন | সোমবার সেই গাড়ি বের করতে গিয়েই ঘটে দুর্ঘটনা | ভুবন বাদ্যকরের দাদা জানিয়েছেন, এদিন গাড়ি চালানো শিখতে গিয়েছিলেন ভুবন বাদ্যকর। তখনই ঘটে যায় দুর্ঘটনা।

সোমবার সন্ধে ছ'টা নাগাদ ভুবনবাবু নিজেই ঘর থেকে সদ্য কেনা গাড়িটি বের করতে যান। সেই সময় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। ভুলবশত হঠাৎই অ্যাক্সেরেলেটরে চাপ পড়ে যাওয়ায় গাড়ি এগিয়ে যায়। সেই অবস্থায় গাড়িটি নিয়ন্ত্রণে আনতে জোরে ব্রেক কষেন তিনি। হঠাৎ ব্রেক চাপার কারণে বুকে ও মাথায় ধাক্কা লাগে তাঁর। ঘটনার পর তড়িঘড়ি তাঁকে আনা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি |