¡Sorpréndeme!

এবার কমছে টয় ট্রেন ভাড়া

2022-02-24 5 Dailymotion

পর্যটকদের জন্য সুখবর। এবার কমছে টয় ট্রেন ভাড়া। কম ভাড়ায় মিলবে বাড়তি সুবিধাও। কম ভাড়াতে এসি কোচে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া হবে। অন্যদিকে দার্জিলিং জয় রাইডে এবার থেকে থাকছে কাঁচে মোড়া ভিস্তাডোম কোচ। সেই কোচে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন NF রেলওয়ের কাটিহার ডিভিশনের ADRM সঞ্জয় চিলওয়রওয়ার। তিনিই জানান, পর্যটকদের সুবিধার জন্য ও আরও লোকজনকে টয় ট্রেনমুখী করতে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে