বুধবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। এদিন বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আগামীকাল উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে