পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হল লালু প্রসাদ যাদবের। সোমবার রাঁচির CBI Special Court ওই সাজা ঘোষণা করে। পাশাপাশি, ৬০ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। ২০১৩ সালে ওই মামলায় ধরা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। এক বছরের মধ্যেই তিনি ওই মামলায় জামিন পেয়ে যান। ২০১৭ সালে অন্য পশুখাদ্য মামলায় গ্রেফতার করা হয় লালুকে। ২০২১ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পান তিনি।