¡Sorpréndeme!

_স্ত্রী নির্দল, বিচ্ছেদ নোটিশ স্বামীর!

2022-02-18 180 Dailymotion

রাজনীতি আগে না পরিবার? ইংরেজবাজার পুরসভার ৩ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীর এখন উভয় সংকট। নিজের স্ত্রী তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে পুর নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁকে প্রার্থী পদ প্রাত্যাহার করার জন্য আবেদন করেছেন পরিতোষ। কিন্তু স্ত্রী কাকলি চৌধুরীর সেই এক গোঁ। নির্দল হিসেবেই নির্বাচন লড়বেন তিনি। তাই বেকায়দায় পড়ে সংসার জীবনকে ফেলে রাজনীতিকেই অগ্রাধিকার দিলেন এই নেতা।