¡Sorpréndeme!

বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে উপস্থিত বিগ-বি

2022-02-17 1 Dailymotion

বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর কলম ধরলেন বিগ বি অমিতাভ বচ্চন। তাঁর ব্লগে উজাড় করে দিলেন মনের কথা। লিখলেন, ''আপনার সঙ্গে আমার প্রতিটি ছবির গান চিরস্মরণীয় হয়ে থাকবে।'' বাপ্পিদার মৃত্যুতে ভারাক্রান্ত বিগ বি। তিনি আরও লেখেন, ‘'আস্তে আস্তে সবাই এভাবেই আমাদের ছেড়ে চলে যাবেন।‘'