Indian Army এর অসাধ্য সাধন, কেরলে দুর্গম পাহাড় থেকে উদ্ধার যুবক
2022-02-09 1 Dailymotion
পরপর দুদিন পাহাড়ের খাঁজে আটকে থেকে কিছু না খেয়ে সময় গুছিলেন আর বাবু। কখনও উদ্ধারকারী দল গিয়ে তাঁকে উদ্ধার করবে, তা ভেবে কাটছিল সময়। এমনকী, তাঁকে উদ্ধারের জন্য কেউ দুর্গম পাহাড়ের খাঁজে পৌঁছতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ দানা বাধতে শুরু করে।