সূরয নাম্বিয়ারের সঙ্গে বিয়ে সারলেন মৌনী রায়। মালয়লি বন্ধুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কোচবিহারের মেয়ে। করোনাকালে বিয়ে সারায়, ঘনিষ্ঠ এবং পরিবারের মানুষদের নিয়ে অনুষ্ঠান সারেন মৌনী রায় এবং সূরয নাম্বিয়ার।