¡Sorpréndeme!

Mouni Roy সাজলেন হাতে শাঁখা-পলায়, পানে মুখ ঢেকে বাঙালি রীতিতে বিয়ে সারলেন সূরযের সঙ্গে

2022-01-28 6 Dailymotion

বিয়ের আসরে বাঙালি রীতি অনুসরণ করে, পান পাতা দিয়ে মুখ ঢাকতে দেখা যায় বাঙালি কন্যাকে। মৌনী রায়ের বাঙালি বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়োও ভাইরাল হতে শুরু করে সামাজিক মাধ্যমে। মৌনী রায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠানের একের পর এক ছবি শেয়ার করেন।