Bonny Sengupta বিজেপি ছাড়লেন, ট্যুইটে গেরুয়া সঙ্গ ত্যাগের কথা ঘোষণা অভিনেতার
2022-01-24 1 Dailymotion
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নিজের নাম লেখান বনি সেনগুপ্ত। মা পিয়া সেনগুপ্ত এবং বান্ধবী কৌশানী মুখোপাধ্যায় জোড়াফুল শিবিরের সদস্য হলেও, বনি অন্য রাস্তায় হাঁটেন। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়।