অরুণাচল প্রদেশ থেকে ভারতীয় কিশোর মিরাম তারণের অপহরণের খবরে জল্পনা ছড়িয়েছে। তাপির গাও নামে অরুণচল প্রদেশের এক সাংসদ অভিযোগ করেন, ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মিরামকে অপহরণ করে চিনা সেনা। বিষয়টি নিয়ে ভারতীয় সেনা চিনের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে খবর।