Galwan-এ ভারতীয় পতাকা তুলল সেনা, চিন নিয়ে বিতর্কের পর ট্যুইট রিজিজুর
2022-01-04 7 Dailymotion
গালওয়ান উপত্যকায় ভারতীয় পতাকা তুলল সেনা বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ওই ট্যুইট করেন। ভারতীয় সেনার বীর জওয়ানরা বছরের শুরুতে গালওয়ান উপত্যকায় তেরঙ্গা তোলেন বলে ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী।