¡Sorpréndeme!

Vicky Kaushal এর বিরুদ্ধে এফআইআর, বিয়ের পরই আইনি জটিলতায় অভিনেতা

2022-01-03 7 Dailymotion

ইন্দোরের এক ব্যক্তি অভিযোগ করেন, শ্যুটিংয়ের সময় ভিকি এবং সারার বাইকে ব্যবহৃত রেজিস্ট্রেনশন নম্বর, আদতে তাঁর।  তাঁর মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর বলিউড অভিনেতার ছবিতে ব্যবহার করা হয়েছে। এরপরই ওই ব্যক্তি এফআইআর দায়ের করেন ভিকি কৌশলের বিরুদ্ধে।