¡Sorpréndeme!

Gay Couple বাঁধা পড়লেন সাতপাকে, হায়দরাবাদে জাঁকজমক বিয়ের আসর

2021-12-20 3 Dailymotion

ছোট থেকেই সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় দং বুঝতে পারেন, তাঁরা আর পাঁচজনের চেয়ে আলাদা। মহিলাদের প্রতি নয়, তাঁরা টান অনুভব করেন পুরুষের প্রতি। সেই অনুভূতিকে সঙ্গে নিয়েই বেড়ে ওঠা। দুজনের কেরিয়ার সফল হলেও, একে অপরকে ভালবাসার পর তা পরিবার মেনে নেবে কি না, তা নিয়েও ছিল যথেষ্ট সন্দেহ। তবে সব বাঁধাকে পিছনে ফেলে একে অন্যের হন সুপ্রিয় এবং অভয়।