২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। নিকের চেয়ে প্রিয়াঙ্কা ১০ বছরের বড়। তাই নিয়ে ওই সময় তারকা দাম্পতিকে নিয়ে কার্যত সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। যদিও তাতে কোনও ভ্রুক্ষেপই করেননি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস।