মুম্বইয়ে জঙ্গি হামলার ১৩ বছর পূর্ণ। জঙ্গি হামলার ১৩ বছর পূর্ণ হতেই সেই বীভিষিকাময় দিন মনে করে শহিদ স্মরণ করলেন তারকারা। অক্ষয় কুমার থেকে অনিল কাপুর, অনুপম খেররা আজ শহিদ স্মরণ করে একের পর এক ট্যুইট করেন নিজেদের সোশ্যাল হ্য়ান্ডেলে।