¡Sorpréndeme!

Aryan Khan জামিন পেলেন, মুক্ত আরবাজ, মুনমুনও

2021-10-28 9 Dailymotion

বৃহস্পতিবার দুপুর থেকে ফের শুরু হয় আরিয়ান খানের জামিনের আবেদন মামলার শুনানি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে এএসজি অনিল সিং আজ শুনানির সময় হাজির হন। অন্যদিকে আরিয়ান খানের হয়ে আদালতে হাজির হন প্রাক্তন আটর্নি জেনারেল মুকুল রোহতগি।