ষষ্ঠীর পর জনজোয়ারে ভাসতে শুরু করেছে শহর কলকাতা। শহরের পাশাপাশি মফঃস্বলের পুজোতেও মানুষের ঢল নামতে শুরু করেছে। মঙ্গলবার দুপুর ১টা ৪৬ মিনিট পর্যন্ত মহাসপ্তমীর পুজো করা যাবে। ফলে সপ্তমীর সকালে কলা বউ স্নানের পর ঘট প্রতিস্থাপন করে মহাসপ্তমীর পুজো শুরু হয়ে যায়।