বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে কনে-কে বলতে শোনা যায়, 'পিয়া মোহে ঘর আয়ে' চালাতে বলো৷ না হলে আমি যাব না৷ বিয়ের মণ্ডপে যখন ঢুকব, তখন যাতে এই গান চালানো হয়, তা আগে থেকেই বলা ছিল৷ তা সত্ত্বেও নির্দিষ্ট ওই গানটি কেন চালানো হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন শিবানী৷