¡Sorpréndeme!

সিলেট’র দক্ষিন সুনামগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয় শান্তিগঞ্জ,কেন এই শান্তিগঞ্জ

2021-08-19 13 Dailymotion

#সিলেট’র দক্ষিন #সুনামগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয় #শান্তিগঞ্জ,কেন এই শান্তিগঞ্জ #সাংবাদিক #সম্মেলনে প্রশ্নের উত্তরে জানালেন নেতৃবৃন্দ।
দক্ষিন সুনামগঞ্জ নামটি বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন,পরিবর্তন হয়ে কেন শান্তিগঞ্জ। সিলেট একটি সুন্দর নাম সিলেট এরে উপজেলাগুলির নাম সুনামগঞ্জ। প্রশাসনিক কার্যক্রমের সুবিধার জন্য সুনামগঞ্জের একটি অংশ দক্ষিন সুনামগঞ্জ নামকরণ করা হয়। কিন্তু বর্তমান পরিকল্পনা মন্ত্রী একটি খোড়া যুক্তি দাড় করিয়ৈ নামটি পরিবর্তন করে শান্তিগঞ্জ নামে অবিহিত করলে দক্ষিন সুনামগঞ্জের মানুষ তাতে বাধ সাধে।িএকটি উপজেলার নাম পরিবর্তন সিম্পল বিষয় মনে হলেও এর ভোগান্তির শিকার ঐ এলাকায় জনগন। কারণ তাদের পাসপোর্ট,ভোটার আইডি কার্ড,সাইনবোট-বিলবোর্ড সহ সবকিছুতে পরিবর্তন আনতে হবে। তার ভোগান্তী জনগণকেই পোহাতে হবে। এ্ সকল দিক গুলো পর্যালোচনা করে মাননীয় প্রধানন্ত্রী যেন পূবের নাম দক্ষিন সুনাগঞ্জ নাটি বহাল রাখেন।