ফের পদক এল ভারতে। এবার অলিম্পিকের কুস্তিতে রুপো জিতলেন রবি কুমার দহিয়া। রবি কুমার দহিয়ার পদক জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। ছোট থেকে অনেক কষ্টে জীবন যাপনের পর রবি কুমার দাহিয়ার এই পদক জয়ে চোখে জল ধরে রাখতে পারেনি তাঁর পরিবার।