China ভাসছে বন্যায়, ট্রেন, শপিং মলে আটকে মানুষ, ভয়াবহ ভিডিয়ো
2021-07-22 12 Dailymotion
গত ২০ জুলাই বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত চিনের হেনান প্রদেশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এররপরই শহরের বিভিন্ন অঞ্চল জলে ডুবতে শুরু করে। বাজার, দোকান, ট্রেন, শপিং মল, একের পর এক জায়গা প্লাবিত হয়ে যায়। বিপদে পড়তে শুরু করেন মানুষ।